বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল এখন ব্রাজিলের

brazilস্পোর্টস ডেস্ক: জার্মানিকে পিছনে ফেলে বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ড এখন এককভাবে নিজেদের করে নিয়েছে ব্রাজিল। সোমবার মেক্সিকোকে ২-০ গোলে হারায় তিতের দল। যে ম্যাচের পর বিশ্বকাপে সেলেকাওদের গোল সংখ্যা এখন ২২৮টি। যে কোনো দলের চেয়ে সর্বোচ্চ।

মেক্সিকোর বিপক্ষে মাঠে নামার আগে বিশ্বকাপে ব্রাজিলের গোল সংখ্যা ছিল ২২৬টি। সমান সংখ্যক গোল ছিল বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির। জোয়াকিম লোর দল বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। তাই জার্মানিকে ছাড়ানোর বড় সুযোগ ছিল ব্রাজিলের সামনে। এবং সেটি ছাড়ালোও তারা। রেকর্ডটি এককভাবে নিজেদের করে নিল দলটি।

আর এদিন সর্বোচ্চ গোলের নতুন রেকর্ডটি লিখা হলো নেইমারের পায়ে। ৫১ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন নেইমার। যে গোলেই জার্মানিকে ছাড়িয়ে যায় ব্রাজিল। এরপর দ্বিতীয় গোলটি আসে ফিরমিনোর পা থেকে। জার্মানির সঙ্গে ব্যবধান বেড়ে দ্বিগুন হয়।

সর্বোচ্চ গোলের রেকর্ডে ব্রাজিল ও জার্মানির পরের অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। অবশ্য গোল সংখ্যায় তারা অনেক পিছিয়ে। মোট ১৩৭ গোল আর্জেন্টিনার। ১২৮ গোল করে এরপরেই অবস্থান ইতালির। পঞ্চম স্থানে থাকা ফ্রান্সের গোল ১১৩টি।