বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজের দল ঘোষণা

west indiesস্পোর্টস ডেস্ক: বুধবার নর্থ সাউন্ডে প্রথম টেস্ট দিয়ে শুরু হচ্ছে টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ মিশন। সিরিজে দুইটি টেস্ট ও ৩টি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে নিজেদের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে ক্যারিবিয়ানদের নেতৃত্ব দেবেন জেসন হোল্ডার। দলে ডাক পেয়েছেন বাঁহাত ব্যাটসম্যান শিমরন হেটমেয়ার।

এক বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বলেছে, ‘নির্বাচকরা ৫ ব্যাটসম্যানের কাছ থেকে সেরা পারফরম্যান্স প্রত্যাশা করে এবং আসন্ন সিরিজে বাংলাদেশের বিপক্ষে তারা নিজেদের তুলে ধরতে পারবে। আইসিসির র‌্যাঙ্কিংয়ের ষষ্ঠ দল শ্রীলঙ্কার সাথে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ শেষ হয়েছে। নির্বাচকরা আশা করে অধিনায়ক জেসন হোল্ডার, শ্যানন গ্যাব্রিয়েল ও শেন ডোরিচ ভালো পারফরম্যান্স দেখাবে।’

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড :

জেসন হোল্ডার, দেভেন্দ্রা বিশু, ক্রেইগ ব্র্যাথওয়েট, রোস্টন চেজ, মিগুয়েল কামিন্স, শেন ডোরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমেয়ার, শাই হোপ, কেমো পল, কাইরান পাওয়েল, কেমার রোচ, ডেভন স্মিথ।
সূত্র : ক্রিকট্র্যাকার।