জামিনে মুক্তি পেলেন ছাত্রদল সভাপতি

rajib ahsan jcdঢাকা: প্রায় দীর্ঘ ৫ মাস কারাভোগের পর আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান।

সোমবার রাত ৮টা ৪৫ মিনিটে জামিনে মুক্তির পর ছাত্রদল নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাগুরা থানার সর্বশেষ মামলায় ৩১ মে হাইকোর্ট থেকে জামিন হলে ১৪ই জুন কারাগার থেকে বের হওয়ার সময় কারাফটক থেকে পুনরায় গ্রেফতার হন রাজিব আহসান।

পরবর্তীতে রমনা থানার মামলায় পুনরায় হাইকোর্ট থেকে জামিন পেলে আজ রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

উল্লেখ্য, এ বছরের ৮ ফেব্রয়ারী ঢাকার নয়াপল্টন থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।