সাবু-মারুফের জামিন

sabu marufস্টাফ রিপোর্টার: জামিনে মুক্তি পেয়েছেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং নগর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম।
বৃহস্পতিবার সকালে জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন লাভের পর বিকেলে তারা যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

বৃহস্পতিবার বিএনপির এই দুই শীর্ষ নেতার জামিনের জন্য জেলা ও দায়রা জজ আদালতে শুনানির দিন ধার্য ছিল। দীর্ঘ শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। জামিন আদেশ কারাগারে পৌঁছানোর পর বিকেল চারটায় তারা মুক্তি পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসেন।

বিএনপি নেতারা জানান, গত ১৪ জুন ঈদুল ফিতরের একদিন আগে যশোর জিলা স্কুলের সামনে দুস্থদের মাঝে সেমাই-চিনি বিতরণের সময় সাদা পোশাকের একদল পুলিশ বিএনপির এই দুই নেতাকে তুলে নিয়ে যায়। পরে ১৫ জুলাই তাদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগ এনে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। এসময় আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।