সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: দৈনিক সংবাদ পত্রিকার সম্পাদক-প্রকাশকসহ যশোরের বিশেষ প্রতিনিধি রুকুনউদ্দৌলাহ্’র বিরুদ্ধে মামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে যশোরে সাংবাদিক সমাজ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

juj newsশনিবার দুপুর ১২টায় যশোর প্রেসক্লাবের সমানে অনুষ্ঠিত মানববন্ধনে জেইউজে সভাপতি সাজেদ রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মনোতোষ বসু, জেইউজে সাবেক সভাপতি আমিনুর রহমান মামুন ও রিমন খান, সাধারণ সম্পাদক হাবিুবর রহমান মিলন, সাবেক সাধারণ সম্পাদক সাকিরুল কবীর রিটন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোরের সভাপতি মনিরুজ্জামান মুনির, আইইডি কর্মকর্তা বিথীকা সরকার প্রমুখ।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, যশোরের সিনিয়র সাংবাদিক দৈনিক সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি রুকুনউদ্দৌলাহ্সহ পত্রিকাটির প্রকাশক-সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদকের বিরুদ্ধে যশোরের আদালতে তিনটি মিথ্যা মামলা দায়ের হয়েছে। যশোর-২ আসনের এমপি মনিরুল ইসলামের ইন্ধনে তাঁর আজ্ঞাবহরা এই মামলা দায়ের করেছেন।

নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করে বলেন, ষড়যন্ত্রমূলক মামলা-হুমকি দিয়ে সাংবাদিকদের কলমকে বন্ধ করা যাবে না। তাই মামলা প্রত্যাহার এবং ষড়যন্ত্র-চক্রান্তের পথ পরিহার করে এমপি মনিরুলসহ তাঁর অনুগতদের সঠিক পথে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ। অন্যথায় ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে ষড়যন্ত্র ও চক্রান্তকারীদের মুখোশ উন্মোচনের ঘোষণা দেন সাংবাদিক নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, গত ১১ জুন যশোরের ঝিকরগাছার বাঁকড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সামছুর রহমান, বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম ও রঘুনাথপুরর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এসএম আহম্মেদ ফারুক শান্তি বাদী হয়ে যশোরের আদালতে দৈনিক সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি রুকুনউদ্দৌলাহ্সহ পত্রিকাটির প্রকাশক-সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদকের বিরুদ্ধে তিনটি ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেন।