স্টাফ রিপোর্টার, যশোর: যশোর ইছালী মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটিতে পাঁচটি অভিভাবক সদস্য পদে নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, মাসুদ হাসান, আব্দুল লতিফ ও রোজিনা খাতুন। আর শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন আবু তালেব, মারুফ আহমেদ ও নাসিমা খাতুন।
শনিবার অভিভাবক সদস্য নির্বাচন উপলক্ষে স্কুলে অভিভাবকদের ভোট গ্রহণ সম্পন্ন হয়। প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করেন। শিক্ষক প্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দি¦ প্রার্থী তিনজন শিক্ষক বিনা প্রতিদ্বন্দি¦তায় নির্বাচিত হন। অভিভাবক সদস্য পদে নয়জন প্রতিদ্বন্দি¦ প্রার্থীদের মধ্যে নজরুল ইসলাম ২৮৮, আনোয়ার হোসেন ২৮৬, মাসুদ হাসান ২৮২, আব্দুল লতিফ বিশ্বাস ২৭৯ ও রোজিনা খাতুন ২৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন।
এছাড়া প্রতিদ্বন্দ্বি প্রার্থী মাহাবুবুর রহমান ২১, বকুল হোসেন ১৮, আবু হানিফ ১৪ ও শ্যামলী বেগম ১৪ ভোট পান। আগামী বুধবার নির্বাচিত অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিবৃন্দ সভাপতি নির্বাচিত করবেন। পদাধিকার বলে প্রধান শিক্ষক রবিউল ইসলাম কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।