যশোরে জেলা শিশুশ্রম পরিবিক্ষণ কমিটির উদ্যোগে রিসোর্স ম্যাপ তৈরি

স্টাফ রিপোর্টার: যশোরে জেলা শিশুশ্রম পরিবিক্ষণ কমিটির উদ্যোগে রিসোর্স ম্যাপ তৈরি করা হয়েছে। বুধবার দুপুরে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জীবনের জন্য প্রকল্প। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে উপ- পরিদর্শক সৌমেন বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হুসাইন শওকত।

প্রধান অতিথি তার বক্তব্যে শিশু শ্রমের ক্ষতিকর দিক এবং প্রতিরোধে প্রশাসনসহ যশোরের সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যাগের প্রশংসা করেন।

কর্মশালায় অংশগ্রহণ করেন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা এএসএম কবির, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আঞ্জুমানারা মাহমুদা, পৌর বস্তি উন্নয়ন কর্মকর্তা তাসলিমা খাতুন, জেজেএস এর তাহমিদ আকাশ, চাঁদের হাট যশোরের সহ-সভাপতি কবির উদ্দীন, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা আফরোজা খানমসহ ওয়ার্ল্ড ভিশন ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।