রূপদিয়ায় নার্সারী ব্যবসায়ীর বিদেশী ফলের গাছ বিনষ্ট, দুই লক্ষ টাকার ক্ষতি

jessore map

এ’কেমন শত্রুতা..ভিয়েতনাম থেকে আমদানীকৃত উন্নজাতের কাঁঠাল, কদবেল, মাল্টাসহ বিভিন্ন প্রজাতীর ফলের (মাদার) গাছ রাতের আঁধারে কেটে নষ্ট করে রেখে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান নার্সারী মালিক। ঘটনাটি যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাটবিলা দক্ষিণপাড়া এলাকার মোঃ কামরুজ্জামান দফাদারের ছেলে মোঃ ইমন হোসেনের নার্সারীতে ঘটেছে।

প্রতিদিনের ন্যায় সকালে ঘুম থেকে উঠে তার নার্সারীতে যেয়ে দেখতে পান বিদেশ থেকে আমদানীকৃত (মাদার) চারা উৎপাদনের জন্য নির্দিষ্ট উন্নত প্রজাতীর কাঁঠাল, কদবেল ও মাল্টা গাছ কেঁটে ও দুমড়ে-মুচড়ে ভেঙ্গে ফেলে রেখে গেছে কে বা কারা। এতে করে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানান ভুক্তভুগি নার্সারী মালিক ইমন হোসেন।

তিনি বলেন পূর্বশত্রুতার জের ধরে একর্মন্ড ঘটাতে পারে বলে ধারনা করা হচ্ছে। স্থানীয়রা বলেন এমন অন্যায় কর্মকান্ড যেই করুক না কেন তাকে চিহৃত করা উচিত।