‘জিদানের মতো কিংবদন্তি হওয়ার পথে গ্রিজমান’

gidan grajmanস্পোর্টস ডেস্ক: রাশিয়ার বিশ্বকাপে তারকা সমৃদ্ধ দল নিয়ে গিয়েছে ফ্রান্স। যার মধ্যে তরুণদের আধিক্যই বেশি। সেই তারুণরাই দলকে টেনে নিয়ে গেছেন ফাইনালে। কিলিয়ান এমবাপে-আঁতোয়া গ্রিজমানদের দুর্দান্ত পারফরম্যান্সে শিরোপার খুব কাছাকাছি এখন ফরাসিরা। ফ্রান্সের প্লে-মেকার পল পগবা গ্রিজমানের মধ্যে পূর্বসূরি কিংবদন্তি জিনেদিন জিদানের ছায়া দেখছেন। তার মতে জিদানের মতোই কিংবদন্তি হওয়ার পথে এগুচ্ছেন আথলেতিকো মাদ্রিদের ২৭ বছর বয়সী এই তারকা।

চলতি বিশ্বকাপে ফ্রান্সের হয়ে সবচেয় বেশি গোলে অবদান রেখেছেন গ্রিজমান। নিজে গোল করেছেন ৩টি। আর অ্যাসিস্ট করেছেন ২টিতে। গ্রিজমান সম্পর্কে পগবার মন্তব্য, ‘জিনেদিন জিদান একজন কিংবদন্তি এবং ফুটবলের আইকন। গ্রিজমানও সেই পথে এগিয়ে যাচ্ছে।’

আগের ম্যাচগুলোর মতো ফাইনালেও গ্রিজমানের কাছ থেকে গোল চান পগবা। ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার আরো বলেছেন, ‘সে (গ্রিজমান) ফ্রান্সে খুবই জনপ্রিয়। মাঠে প্রমাণ করে সে বড় খেলোয়াড়। এবং আমি চাই রোববারের ফাইনালেও সে গোল করুক।’

শিরোপার এত কাছাকাছি এসে হারতে রাজি নন পগবা। ২০১৬ সালের ইউরোর ফাইনালে গিয়ে পর্তুগালের কাছে হারতে হয়েছিল তাদের। সেমি ফাইনালে জার্মানিকে হারিয়ে সেবার শিরোপার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ছিল লা ব্লুজরা। সেই আত্মবিশ্বাসই ডুবিয়েছিল তাদের। এবার আর সেই ভুল করতে রাজি নয় ফ্রান্স। পগবার কথায়, ‘আমি হারের স্বাদ জানি এবং এটা খুবই কষ্টের। তাই আমরা ভালভাবেই টুর্নামেন্টটা শেষ করতে চাই। ২০১৬ এর ইউরোতে সেমি ফাইনালে জার্মানিকে হারিয়ে আমরা ভেবেছিলাম, জয় আমাদের নিশ্চিত। এবার আমরা আর সে ভুল করব না।’ সূত্র : মার্কা।