নেইমারের বেতন বাড়াচ্ছে পিএসজি

Neymar jcgস্পোর্টস ডেস্ক: গেল বছর রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোয় নেইমারকে কেনার পর থেকে স্বস্তিতে নেই পিএসজি। কারণ ব্রাজিলিয়ান এই পোস্টার বয়কে কিনতে উঠে পড়ে লেগেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এদিকে নেইমারের মতিগতিও ভাল ঠেকছে না প্যারিসের ক্লাবটি। তার ওপর ক্রিস্তিয়ানো রোনালদো রিয়াল ছাড়ার পর তাদের চিন্তা আরো বেড়ে গেছে। তাই নেইমারের রিয়ালে যাওয়া ঠেকাতে তার বেতন বাড়ানোর চিন্তা করছে ফরাসি ক্লাবটি।

গেল বছর আগস্টে বার্সেলোনা থেকে রেকর্ড অংকের ট্রান্সফারের বিনিময়ে নেইমারকে দলে ভেড়ায় প্যারিস সেইন্ট জার্মেই। তারপর থেকেই নেইমারের পিছে লেগে আছে রিয়াল মাদ্রিদ। নেইমারকে পেতে হেন কোন চেষ্টার কমতি রাখছে না তারা। বিশ্বকাপের আগ মুহূর্তে রটে গিয়েছিল, নেইমারের রিয়ালে যাওয়াটা নাকি পাকাপাকি হয়ে গেছে। মাঝে বিশ্বকাপের ব্যস্ততায় সেই আলোচনা কিছুটা চাপা পড়লেও থেমে যায়নি একেবারেই। বিশ্বকাপ এখন শেষ মুহূর্তে। ট্রান্সফার মার্কেট আবার জেগে উঠেছে।

এরমধ্যে রিয়াল ছেড়ে যুভেন্তাসে যোগ দিয়েছেন ক্লাবটির রোনালদো। বড় তারকা রোনালদোর অভাব পূরণ নেইমারকে দিয়েই করতে চাইবে তারা। তাই ২৬ বছর বয়সী ব্রাজিলিয়ান এই পোস্টার বয়কে ধরে রাখতে নতুন বুদ্ধি করেছে পিএসজি। নেইমারের বেতন বাড়ানোর চিন্তা করছে তারা।

পিএসজিতে নেইমারের চুক্তি ৫ বছরের জন্য। যেখানে তার বার্ষিক বেতন ৩৭ মিলিয়ন ইউরো। বর্তমান পরিস্থিতিতে ক্লাবটি নেইমারের বেতন বাড়িয়ে বার্ষিক ৫০ মিলিয়ন ইউরো করার চিন্তা করছে। যা বার্সেলোনায় লিওনেল মেসির বার্ষিক বেতনের সমান।

পিএসজিতে নেইমারের রিলিজ ক্লজ না থাকায় রিয়াল নেইমারকে অন্যভাবে কনভিন্স করার চেষ্টা করছে। যাতে নেইমার নিজেই পিএসজিকে বলে তাকে বিক্রি করে দেওয়ার জন্য। তাই আগেভাগেই বেতন বাড়িয়ে নেইমারকে সন্তুষ্ট করতে চাইছে পিএসজি।