জাতীয় অনুর্ধ্ব-১৫ দলের ট্রায়ালে বেনাপোলের তিন ফুটবলার

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ অনুর্ধ্ব-১৫ ফুটবল দলের চূড়ান্ত ট্রায়ালে ডাক পেয়েছে বেনাপোল আলহাজ্ব নূর ইসলাম ফুটবল একাডেমির তিন খেলোয়াড়। ট্রায়ালে ডাক পাওয়া খেলোয়াড়রা হচ্ছে গোলরক্ষক মেহেদী হাসান, স্ট্রপার রবিউল ইসলাম ও মিডফিল্ডার আকমল হোসেন নয়ন।

১৯ জুলাই কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ট্রায়াল অনুষ্ঠিত হবে। এই খেলোয়াড়দের জন্য যশোরবাসীর কাছে দোয়া কামনা করেছেন একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, কোচ সাব্বির আহম্মেদ পলাশ ও ম্যানেজার হুমায়ন কবির।

উল্লেখ্য গত ২৮ থেকে ৩০ জুন প্রাথমিক ট্রায়াল অনুষ্ঠিত হয়। প্রাথমিক ট্রায়ালে সারাদেশের ২৫০০ ফুটবলার অংশগ্রহণ করে। এর মধ্যে চূড়ান্ত ট্রায়ালের জন্য ৬০ জন ফুটবলারকে বাছাই করা হয়েছে। চূড়ান্ত ট্রায়ালে ৬০ থেকে ৩০ জনে নেমে আসবে দল। তারপর শুরু হবে আবাসিক অনুশীলন।