হেরোইন বহনের দায়ে যুবকের যাবজ্জীবন

নাটোর: নাটোরে হেরোইন বহনের দায়ে দিপেন কুমার (৩৫) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে নাটোরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো.রেজাউল করিম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত দিপেন কুমার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাগানপাড়া এলাকার দাসু রবিদাসের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ৬ মার্চ সন্ধ্যায় নাটোর শহরের বনবেলঘরিয়া এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী তুহিন পরিবহনের বাস তল্লাশি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। এ সময় বাসের যাত্রী দিপেন কুমারকে আধা কেজি হেরোইনসহ আটক করা হয়।

পরে তাকে আসামি করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলার দীর্ঘ তদন্তে পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দিপেন কুমার আদালতে উপস্থিত ছিলেন। পরে দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়।

আদালতের সরকারি কৌঁসুলি সিরাজুল ইসলাম জানান, আসামি দিপেনের বিরুদ্ধে আধা কেজি হেরোইন বহনের অভিযোগ প্রমাণিত হয়েছে। তাকে যে জরিমানা করা হয়েছে তা পরিশোধ করতে না পারলে তাকে আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে।