যশোর বোর্ডের চার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ

স্টাফ রিপোর্টার, যশোর: এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডের ইংরেজি বিষয়ে পাশের হার কম হওয়ায় সার্বিক ফলাফলে মারাত্মকভাবে প্রভাব পড়েছে। এ কারণে চারটি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি।

বৃহস্পতিবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রন মাধব চন্দ্র রুদ্র প্রেসক্লাব যশোরে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য দিয়েছেন।

পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, এবারের পরীক্ষায় ৪টি কলেজ থেকে কেউ পাশ করেনি। কলেজগুলো হলো কুষ্টিয়ার হাজী নুরুল ইসলাম কলেজ (পরীক্ষার্থীর সংখ্যা ১জন), নড়াইলের গোবরা মহিলা কলেজ (পরীক্ষার্থীর ৮জন), খুলনার হাটগা মহিলা কলেজ (পরীক্ষার্থীর সংখ্যা ৭) ও ঝিনাইদহের প্রগতি মডেল কলেজ ( পরীক্ষার্থীর সংখ্যা ১৯)। এছাড়া ৬টি কলেজে শতভাগ পাশ করেছে বলে জানানো হয়েছে।

ফলাফল প্রকাশে অনুষ্ঠানে বোর্ডের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি নিয়ন্ত্রক কেএম রব্বানী, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সমীর কুমার কুন্ডু, বিদ্যালয় পরিদর্শক ড. বিশ্বাস শাহিন প্রমূখ।