বেনাপোল প্রতিনিধি: যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোষ্ট থেকে ৪২৫ গ্রাম স্বর্ণসহ ভারতীয় দুইজন নাগরীককে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি। শুক্রবার সকাল ৯ টার সময় বিজিবি সদস্যরা তাদের স্বর্ন সহ আটক করে।
আটকৃতরা হলো – ভারতের দক্ষিন ২৪ পরগনা জেলার সোনাপুর জগদিপোতা গ্রামের হীরা চাওর ছেলে সুজির চাও (৩৫) ও হাওড়া থানার আইসি বসু রোডের রামপ্রসাদের ছেলে সদানন্দ (৫৫)।
আমড়াখালী বিজিবি চেকপোষ্টের সুবেদার মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বেনাপোল গামী একটি বাস গতিরোধ করে তল্লাশি চালিয়ে ভারতীয় দুইজন পাসপোর্টযাত্রীর নিকট থেকে ৪২৫ গ্রাম স্বর্ন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ন ও আটককৃত দুই ভারতীয় নাগরিককে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।