স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট ব্যর্থতা ভুলে এখন ওয়ানডে নিয়ে ভাবার সময়। রোববার থেকেই শুরু দুই দেশের তিন ম্যাচ সিরিজের ওয়ানডে সিরিজ। কিন্তু দুই টেস্টের সিরিজে যেভাবে হেরেছে টাইগাররা, সে থেকে বের হওয়ারই বা উপায় কি? ওই ব্যর্থতা কাটাতে যে ভুল থেকে শিক্ষা নেওয়া ছাড়া উপায় নেই।
কিন্তু শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি টাইগারদের পারফরম্যান্স নিয়ে কথা বলার এক পর্যায়ে যা বললেন তা রীতিমতো শঙ্কার। বিসিবি প্রধান জানিয়েছেন, সাকিব আল হাসান-মোস্তাফিজুর রহমানের মতো ক্রিকেটার নাকি টেস্ট ক্রিকেটে খেলতেই চান না।
ক্যারিবিয়ানে টাইগারদের ভরাডুবি নিয়ে শুক্রবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন নাজমুল হাসান পাপন। এসময় টেস্ট ক্রিকেট নিয়ে বলতে গিয়ে বলেন, ‘আইসিসিতে দেখেছি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ছাড়া অন্য দেশগুলোর আমি টেস্ট খেলার প্রতি আগ্রহই দেখিনি। বোর্ড হিসেবেই তারা আগ্রহী না।
পাশাপাশি ব্রডকাস্টাররাও আগ্রহী নয়। তারা বলে টেস্টে দর্শক হয় না। এটা একটা ইস্যু। তবে আমাদের দেশে এখন দেখছি বেশ কিছু সিনিয়র ক্রিকেটার তারাও টেস্ট খেলতে চাচ্ছে না।’
সিনিয়র ক্রিকেটাররা টেস্ট ক্রিকেট খেলতে চাচ্ছে না এটা রীতিমতো ভয় ধরানো ব্যপার। নাজমুল হাসান কোনো সংকোচ না রেখে নামও উল্লেখ করে দিলেন, ‘চাচ্ছে না বলতে আমি বলছি যেমন সাকিব টেস্ট খেলতে চায় না। মোস্তাফিজও টেস্ট খেলতে চায় না। ও বলে না যে খেলতে চায় না।
চায় একটু এড়িয়ে চলতে। হতে পারে ও ইনজুরি প্রবণ বেশি, টেস্ট খেলতে গিয়ে আবার ইনজুরিতে পড়বে এ কারণে।’
কিন্তু টেস্টে যখন ভরাডুবি, আর তা থেকে বের হয়ে আসার উপায় খুঁজবার সময় তখন এই চিত্র হতাশারই। নাজমুল হাসান পাপন অবশ্য এরজন্য নতুন দল গড়ার পক্ষে, ‘টেস্টের জন্য আমাদের নতুন দল গড়তে হবে।
পারলে টি-টুয়েন্টিতেও। হয়ত তিন-চারজন কমন থাকবে। সব দেশ এখন তাই করে। সবারই স্পেশালিস্ট টি-টুয়েন্টি ও টেস্ট ক্রিকেটার আছে।’