দিল্লি যাচ্ছেন এরশাদ

 ডেস্ক রিপোর্ট : ভারত সরকারের বিশেষ আমন্ত্রণে আগামীকাল রোববার দিল্লি যাচ্ছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।

নদিনের এ সফরে ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন এরশাদ। জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, মেজর (অব.) খালেদ আখতার এরশাদের সফরসঙ্গী হবেন।

তিনদিনের সফর শেষে ২৫ জুলাই এরশাদ দেশে ফিরবেন। জাতীয় নির্বাচনের কয়েকমাস আগে জাতীয় পার্টির চেয়ারম্যানের এই সফরকে গুরুত্বপূর্ণ মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।