সংবর্ধনামঞ্চে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : সংবর্ধনামঞ্চে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি বাসভবন গণভবন থেকে শনিবার বেলা সাড়ে তিনটার দিকে তিনি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছান। এ সময় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে প্রিয়নেত্রীকে শুভেচ্ছা জানান। শেখ হাসিনাও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। এর আগে বেলা তিনটার দিকে ৩০ মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। সংবর্ধনামঞ্চে প্রধানমন্ত্রীর ছেলে তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ছাড়াও কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন।

ভারতের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট ডিগ্রি অর্জন, মহাকাশে সফলভাবে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট পাঠানো, অস্ট্রেলিয়ার সিডনি থেকে গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন এবং বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করায় প্রধানমন্ত্রীকে এই গণসংবর্ধনা দিচ্ছে তার দল আওয়ামী লীগ।

সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে সকাল থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অভিমুখে জনস্রোত নামে। দুপুরের মধ্যেও গোটা এলাকা লোকে লোকারণ্যে পরিণত হয়। যতদূর চোখ যায়, মানুষ আর মানুষ। তাদের অপেক্ষা কখন প্রিয়নেত্রী শেখ হাসিনা আসবেন।

ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে ক্ষমতাসীন দলের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। এখানেই জনতার ভালোবাসায় সিক্ত হবেন শেখ হাসিনা।

সংবর্ধনা অনুষ্ঠানে আগত নেতাকর্মীরা হলুদ, লাল ক্যাপ ও টি-শার্টে সুসজ্জিত হয়ে এসেছেন। তাদের সঙ্গে রয়েছে ব্যান্ডদল।

গণসংবর্ধনা অনুষ্ঠানে ৩ লক্ষাধিক লোকের সমাগম হবে বলে ধারণা করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।