বিজ্ঞপ্তি: বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নির্বাহী সদস্য পদে বিজয়ী দু’ফটো সাংবাদিক নূর ইমাম বাবুল ও গোপী নাথ দাসকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর শাখা।
এ উপলক্ষ্যে শনিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি মনিরুজ্জামান মুনিরের সভাপতিত্ব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সম্পাদক এস এম তৌহিদুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি হানিফ ডাকুয়া, সহ-সভাপতি ফিরোজ গাজী, সাধারণ সম্পাদক গালিব হাসান পিল্টু, কোষাধ্যক্ষ এম এ মানিক প্রমুখ।