স্টাফ রিপোর্টার: যশোরে চাঁদা দিতে অস্বীকার করায় আমির হোসেন মিন্টু (৩০) নামে এক বাঁশ ব্যবসায়ীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মিন্টু সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের আয়ুব আলীর ছেলে।
আহত মিন্টু জানান, আরবপুর বাজারের বাঁশ পট্টিতে তার বাঁশের দোকান আছে। প্রায় সময় স্থানীয় দুর্বৃত্ত সজলের নের্তৃত্বে তার কাছে চাঁদা দাবি করে আসছিলো। শুক্রবার সন্ধ্যা সাত টায় সজল গং তার দোকানে যেয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি দিতে অস্বীকার করলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।