ডেস্ক রিপোর্ট : ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী, সভাপতি পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ও সংসদ সদস্য ডা. দীপু মনিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২০ জুলাই লসঅ্যাঞ্জেলেসের সাইন্টোলজি অডিটরিয়ামে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান। সঞ্চালনা করেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক টি জাহান কাজল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মোস্তাইন দারা বিল্লাহ। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শফিকুর রহমান, সাধারণ সস্পাদক ডা. রবি আলম ও মোস্তাইন দারা বিল্লাহ।
বাংলাদেশের জাতীয় সংগীত ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এর পর বাংলাদেশের মুক্তিযুদ্ধে সব শহীদের স্মরণে ১ মিনিট নীরবে দাঁড়িয়ে সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন ট্রিটিনা সাহা। সময় স্বল্পতার কারণে অনুষ্ঠান সংক্ষিপ্ত করতে হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ডা. দীপু মনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন, যা দর্শক-শ্রোতারা মন্ত্রমুগ্ধের মতো শ্রবণ করে এবং করতালি দিয়ে বর্তমান সরকারকে সমর্থন জানান।
তিনি আগামী নির্বাচনে বর্তমান আওয়ামী লীগ সরকারকে পুনর্নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য প্রবাসী বাংলাদেশিদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে প্রচুরসংখ্যক লোক সমাগম হয় এবং সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।