স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শুরুটা অবশ্য ভালো হয়নি, বৃষ্টিতে খেলা থামার আগে ১০ রান তুলতেই ১ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে ভালো খেলা লিটন দাসের পরিবর্তে ইনিংস উদ্বোধন করতে নেমেছিলেন এনামুল হক। মাত্র ৩ বল খেলে শূন্যহাতে ফিরেছেন এনামুল। ৪.৪ ওভারের সময় বৃষ্টি নামলে মাঠ ছাড়েন তামিম ইকবাল (২*) ও সাকিব আল হাসান (৭*)।
নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে প্রথমে অনিশ্চয়তা ছিল। কিন্তু বেশ সময় হাতে নিয়েই দলের সঙ্গে যুক্ত হয়েছেন মাশরাফি। ফলে সিরিজের প্রথম ওয়ানডেতে অন্তত অধিনায়ক কে এ নিয়ে কোনো প্রশ্ন ছিল না। যেটা ছিল দলের একাদশ নিয়ে। প্রায় ছয় মাস পর ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। দেশের মাটিতে গত ২৭ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের ফাইনালই ছিল বাংলাদেশের সর্বশেষ ৫০ ওভারের ম্যাচ। শ্রীলঙ্কার কাছে ৭৯ রানে হেরে যাওয়া সে ম্যাচের দল আজ যে নামছে না সেটা নিশ্চিত।
সেদিন তামিম ইকবালের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নেমেছিলেন মোহাম্মদ মিথুন। আজ সে দায়িত্ব লিটন দাস অথবা যাঁর পরিবর্তে ফাইনালের দলে ঢুকেছিলেন মিথুন, সেই এনামুল হক নেবেন এ নিয়ে কৌতুহল ছিল। শেষ পর্যন্ত সুযোগ মিলেছে এনামুলের। আরেকটি পরিবর্তনও নিশ্চিতভাবে আনতে হচ্ছে দলকে। সে ফাইনাল খেলা মোহাম্মদ সাইফউদ্দীনের পরিবর্তে আজ আছেন মোসাদ্দেক হোসেন।
টেস্ট সিরিজে দারুণ বোলিং করলেও আবু জায়েদ আজ সুযোগ পাননি। অধিনায়ক মাশরাফির সঙ্গে নতুন বলের দায়িত্ব মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেনের।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, এনামুল হক, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি মুর্তজা, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।