সিলেটে বিএনপির ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

সিলেট : আটক কর্মীদের সন্ধান জানতে সিলেটে বিএনপির মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরীর পুলিশের কার্যালয়ে অবস্থানের ঘটনায় মামলা করা হয়েছে। এতে পুলিশের দায়িত্ব পালনে বাধাদানের অভিযোগ করা হয়েছে।

গোয়েন্দা পুলিশের এসআই ফয়েজ আহমদ বাদী হয়ে এ মামলায় বিএনপির তিন শীর্ষ নেতাসহ ৩৯ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

গ্রেফতার করা হয়েছে দুজনকে।তবে মেয়রপ্রার্থী আরিফুল চৌধুরীকে এ মামলায় আসামি করা হয়নি।

আটককৃতরা হচ্ছেন- সিলেটে বিএনপির মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল রাজ্জাকের ছেলে রুহেল রাজ্জাক, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এবং জেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি সাঈদ আহমদ।

গত শনিবার দুই কর্মীকে গ্রেফতার করা হলে তাদের সন্ধান নিতে এসএমপির উপপুলিশ কমিশনারের (দক্ষিণ) কার্যালয়ে যান আরিফুল হক চৌধুরী।

এ সময় তার সঙ্গে যাওয়া বিএনপির শতাধিক নেতাকর্মী পুলিশ কার্যালয় অবরোধ করে রাখেন।শাহপরাণ থানার ওসি আখতার হোসেন জানান, সুনির্দিষ্ট মামলায় তাদের গ্রেফতার করেছে পুলিশ।