আইসিসি বিশ্বকাপ’র ফেসবুক পেজের প্রচ্ছদে মাশরাফি

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডে আগামী বছরের মে মাসে শুরু হচ্ছে আইসিসি ওয়ার্ল্ড কাপ ট্রফির ১২ তম আসর। এরইমধ্যে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ বাড়াতে প্রচারণা শুরু করে দিয়েছে আইসিসি। ১৭ জুলাই ‘ICC Cricket World Cup’ নামের খোলা ফেসবুক পেজের প্রচ্ছদে ছবিতে স্থান দেয়া হয়েছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।

icc masrafiবিশ্বকাপের ম্যাচের টিকিট সংগ্রহের জন্য দর্শকদের আহ্বান করা হচ্ছে পেজটি থেকে। গত বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে উইকেট নেয়ার পর দুই হাত উঁচিয়ে মাশরাফির উদযাপনের ট্রেডমার্ক ছবিটিকেই ফেসবুক পেজের প্রচ্ছদে স্থান দিয়েছে আইসিসি।

আগামী বছরের ৩০ মে ওভালে স্বাগতিক ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে ২০১৯ বিশ্বকাপ। ২ জুন বাংলাদেশের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।