বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানার আমড়াখালী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নানি-নাতনির মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার সময় বিদ্যুতের তারে জড়িয়ে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলো বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের কোরবান আলীর মেয়ে মাছুরা খাতুন (১৭) ও তার নানী আমড়াখালী গ্রামের সাদেক আলীর স্ত্রী আয়রাতুন নেছা(৫৫)।
নিহতের স্বজনরা জানান, সাদেক আলীর রান্না ঘরের বিদ্যুতের তার লিক হয়ে পুরো ঘরে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। মাছুরা না বুঝে রান্নাঘরের খুটি ধরলে বিদ্যুতে শর্ট লাগে তাকে ফেলে দেয়। এসময় নানী বুঝতে না পেরে তাকে দৌড়ে ধরতে গেলে সে ও ঘটনাস্থলে বিদ্যুতে জড়িয়ে মারা যায়।
বেনাপোল পোর্ট থানার এ এস আই রবিউল ইসলাম বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। এ ছাড়া আমড়াখালী মৃত্যুব্যাক্তিদের বাড়ি থেকে দাফনের জন্য একটি আবেদন ও থানায় জমা দিয়েছে।