শার্শায় ৮০০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা পানবুড়ী গ্রামে অভিযান চালিয়ে ৮শ’ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

sarsa newsবুধবার সকাল ৮ টার সময় এ অভিযানে ফেনসিডিল ও চোরাচালানী নারী ব্যবসায়ি আটক হয়।

আটকৃত মাদক ব্যবসায়ী আনোয়ারা খাতুন (৪২) শার্শার পানবুড়ী গ্রামের আব্দুর রহিমের স্ত্রী। শার্শা থানার এ এসআই কবির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শার্শার পানবুড়ী গ্রামে আব্দুর রহিমের বাড়ি অভিযান চালিয়ে ৮ শত বোতল ফেনসিডিল সহ তার স্ত্রী আনোয়ারা খাতুনকে আটক করা হয়।

তিনি আরো জানান, আব্দুর রহিমের নামে মাদক বিরোধি কয়েকটি মামলা রয়েছে শার্শা থানায়। আটককৃত আনোয়ারা খাতুনকে যশোর আদালতে পাঠানো হয়েছে।