স্টাফ রিপোর্টার: “মাদক ও সন্ত্রাস কে না বলুন” এই স্লোগানে যশোরের ঘোপ বেলতলা যুবসংঘের আয়োজনে লাল দল বনাম সবুজ দল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে যশোর পলিটেকনিক ইন্সটিটিউট মাঠে অনুষ্ঠিত ফুটবল ম্যাচে সবুজ দল ২-১ গোলে পরাজিত করে লাল দলকে। খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হন সবুজ দলের স্বাধীন। খেলা পরিচালনা করেন লাবু জোয়াদ্বার।
প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনে সার্বিক সহযোগিতা করেন ঘোপ বেলতলা যুবসংঘের আসলাম ও ডালিম।