কেশবপুরে যুবলীগের প্রচার মিছিল

আব্দুল্লাহ আল ফুয়াদ, (কেশবপুর) যশোর: ২৮ জুলাই কেশবপুর পৌরসভারসহ সকল ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মোটরসাইকেল শোভাযাত্রা সফল করার লক্ষে যুবলীগের উদ্যোগে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Keshabpur newsশুক্রবার উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র বিশ্বাস শহীদুজ্জামান শহীদ ও যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলুর নেতৃত্বে বিশাল মিছিল স্থানীয় পাবলিক ময়দান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শহরের শহীদ দৌলত বিশ্বাস চত্বরে উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র বিশ্বাস শহীদুজ্জামান শহীদের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ, জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, দফতর সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলু, আওয়ামী লীগ নেতা শাহাদাৎ হোসেন, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক কাউন্সিলর জামালউদ্দীন, ভোগতি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের সদস্য ও পৌর যুবলীগ নেতা জয় ভদ্র জগাই, সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক শামীম রেজা, যুবলীগ নেতা রাকিবুল ইসলাম রানা, তৌহিদুজ্জামান, সুমন সাহা, লিটন গাজী, শেখ কাজল, শ্রমিকলীগ নেতা শহিদুজ্জামান শহিদ প্রমুখ।