খাজুরার বিশিষ্ট ঈমাম প্রভাষক মাওলানা মাহবুবুর রহমানের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

খাজুরা (যশোর) প্রতিনিধি: বাঘারপাড়ার আজমপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার আরবী প্রভাষক ও পার্বতীপুর মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহির রাজেউন।

janaja newsরোববার ঢাকার ইবনে সিনা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়। ৪৬ বছর বয়সে জীবনে তিনি আজমপুর মাদ্রাসার প্রভাষক ছাড়াও পার্বতীপুর জামে মসজিদ ও ঈদগাহের খতিব ছিলেন।

এছাড়া জামায়াতে ইসলামী বাংলাদেশের বাঘারপাড়া উপজেলা সাবেক সেক্রেটারী ছিলেন। এর আগে ২০০৭ সালে তিনি জেলার শ্রেষ্ট ঈমাম নির্বাচিত হন। মৃত্যুকালে তার স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

রোববার আছরের নামাজ বাদ খাজুরার চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার জানাযার নামাজ অনুষ্টিত হয়। জানাযা পরিচালনা করেন জায়ামাতে ইসলামের কেন্দ্রীয় নেতা সাবেক জেলা আমির মাওঃ আজিজুর রহমান।

উপস্থিত ছিলেন যশোর জেলা (পূর্ব) জামায়াতের আমির মাষ্টার নুরুন নবী, সেক্রেটারী মাওঃ আবু জাফর, বাঘারপাড়া উপজেলা ভাইস চেয়াম্যান ও জামায়াত নেতা মাওঃ নাসির হায়দার, উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা মশিউর রহমান, বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকী, সাবেক পৌর মেয়র আব্দুল হাই মনা, কালীগঞ্জ উপজেলা বিএনপি নেতা ও এমপি মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি হারুন অর রশিদ মোল্যা, স্থানীয় বিএনপি নেতা আব্দুস সালাম (সৌদি), গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন ভূট্টো, আবু তালেব, জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, আওয়ামীলীগের খাজুরা সাংগঠনিক থানা শাখার সভাপতি মাষ্টার আব্দুল হামিদ লস্কার, আওয়ামীলীগ নেতা ওহিদুর রহমান, যুবলীগের রুবেল রানা প্রমুখ।