যশোরে ১৬ দলীয় নৈশ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইফুল কৃষি ও মৎস বিপনী

স্টাফ রিপোর্টার, যশোর: যশোরে ১৬ দলীয় নৈশ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সাইফুল কৃষি ও মৎস বিপনী একাদশ। শনিবার রাতে ফাইনালে তারা ৩-০ গোলে হৃদয় এন্টারপ্রাইজ একাদশকে পরাজিত করে।

‘চলো চলো মাঠে চলো মাদক ও সন্ত্রাসকে বিতাড়িত করো’ শ্লোগান সামনে যশোর সদর উপজেলার চাচড়া ভাতুড়িয়া বন্ধু মহল এই টুর্নামেন্টটি আয়োজন করে।

শনিবার রাতে ভাতুড়িয়া কলেজ মাঠে ফাইনাল ম্যাচটি উপভোগ করেন এবং প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, পৌর কাউন্সিলর হাজী আলমগীর কবির সুমন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ছালছাবিল আহমেদ জিসান ও পৌর ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান রনি।

পুরস্কার বিতরণী অন্ষ্ঠুানে সভাপতিত্ব করেন সমাজ সেবক নুর ইসলাম। টুর্নামেন্টটির সার্বিক ব্যবস্থাপনায় চিলেন জেলা শ্রমিক লীগ নেতা সেলিম রেজা পান্নু।