যশোরে তিন দিন ব্যাপি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

স্টাফ রিপোর্টার, যশোর: “ছবি হোক ভাষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে প্রাচ্যসংঘের আয়োজনে প্রাচ্য আর্ট গ্যালারিতে শুরু হয়েছে তিন দিন ব্যাপি প্রথম আলোকচিত্র প্রদর্শনী।

banjin khanরোববার বিকেলে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক হুসাইন শওকত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রদর্শনীর উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, আয়োজক কমিটির আহবায়ক মুস্তফিজুর রহমান মুস্তাক, সদস্য সচিব মাসউদ জামান, সাংবাদিক ও গবেষক বেনজীন খানসহ আরো অনেকে।

mostofaউদ্বোধন শেষে প্রধান অতিথিসহ অন্যান্যরা আলোকচিত্র শিল্পিদের সাথে নিয়ে প্রদর্শনী ঘুরে দেখে। প্রদর্শনীতে দেশের ১০ টি জেলার ৫০ জন ১২৬ টি ছবি জায়গা পেয়েছে। খুলনা বিভাগের ৮ টি জেলাসহ গোপালগঞ্জ ও বরিশালের শিল্পীরা তাদের ছবি প্রদর্শন করেছেন এখানে। প্রদর্শনী চলে বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।

প্রদর্শনীতে ছিলো দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। প্রদর্শনীর দ্বিতীয় ও সমাপনী দিনে সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত আলোকচিত্র প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে। ৩১ জুলাই সমাপনী দিনে অংশ নেয়া ৫০ জনকে শুভেচ্ছা স্মারক ও সনদপত্র প্রদান করা হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান।

উল্লেখ্য এ প্রদর্শনীতে জায়গা পেয়েছে যশোরের ফটো সাংবাদি, সাংবাদিকসহ পেশাদার, অপেশাদার আলোকচিত্র শিল্পিদের তোলা ছবি।