স্টাফ রিপোর্টার, যশোর: আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপি কর্মসূচি রাখছে যশোর জেলা ছাত্রলীগ। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে থাকবে ‘এসো বঙ্গবন্ধুকে নিয়ে গল্প শুনি’ শীর্ষক আলোচনা সভা। বিভিন্ন স্কুলে কলেজে এ আলোচনা করা হবে। এতে মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা করবেন। শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধুর জীবন কাহিনী শোনাবেন।
এছাড়া দোয়া মাহফিল, কোরআন খতম, গরীব অসহায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি করা হবে।
১৫ আগষ্ট উপলক্ষ্যে রবিবার জেলা ছাত্রলীগের এক প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক ছালছাবিল আহমেদ জিসান।
তিনি জানান, সংগঠনের জেলা সভাপতি রওশন ইকবাল শাহীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন এম এম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক এমএম রবিউল ইসলাম, যুগ্ম আহবায়ক তসলিমুজ্জামান আকাশ ও এসএম জাবেদ উদ্দিন, পৌর ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান রনি, যুগ্ম আহবায়ক রেজওয়ান হোসেন মিথুন, সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার মারুফ হোসেন ইকবাল প্রমুখ।
এ সময় সদর উপজেলার ১৫ টি ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি আরো জানান, পহেলা আগষ্ট থেকে ছাত্রলীগ শোক দিবসের কর্মসূচি পালন করা শুরু করবে। তারমধ্যে শেখ কামাল ও বেগম ফজিলাতুননেসা মুজিবের জন্মদিন পালন করা হবে। আর পবিত্র ঈদুল আযহার কারণে ২২ থেকে ২৫ আগষ্ট সকল কর্মসূচি বন্ধ থাকবে। শহরে ছাত্রলীগের বড় ইউনিট হিসেবে পরিচিত এমএম কলেজ, সিটি কলেজ, পলিটেকনিক কলেজ ও মেডিকেল কলেজে ছাত্র সমাবেশ করা হবে। কর্মসূচির অংশ হিসেবে ৩১ আগষ্ট দলীয় কার্যালয় গাড়িখানায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।
এছাড়া ১৫টি ইউনিয়নে ছাত্রলীগের নেতৃবৃন্দের রক্তের গ্রুপ পরীক্ষা করা হবে। এসবের পাশাপাশি আওয়ামী লীগের কর্মসূচিতে ছাত্রলীগ অংশ নেবে।