আবারো ব্যাংককে

bubliবিনোদন ডেস্ক: এবারের ঈদেও থাকছেন ঢালিউডের অভিনেত্রী শবনম বুবলী। আসছে ঈদে ওয়াজেদ আলী সুমনের ‘ক্যাপ্টেন খান’ ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বর্তমানে চলছে এ ছবির শেষ অংশের শুটিং। বর্তমানে আশুলিয়ায় এ ছবির শুটিং করছেন বুবলী। সঙ্গে আছেন ঢালিউড কিং শাকিব খান। এ ছবির গানের দৃশ্যায়নের জন্য দুদিন পরই থাইল্যান্ডে উড়াল দেবেন বুবলী।

তিনি জানান, বেশ ভালোভাবেই এ ছবির কাজ এগিয়ে যাচ্ছে। আগামী মাসের ১ তারিখ থাইল্যান্ডে এ ছবির দুটি গানের শুটিং হবে। থাইল্যান্ডের ব্যাংককে এর আগেও আমি অন্য ছবির গানের শুটিং করেছি। আবারো যাওয়া হচ্ছে এবার। বেশ ভালো কিছু লোকেশনে পরিচালক ওয়াজেদ আলী সুমন গানগুলোর চিত্রায়ণ করবেন। আশা করি, গানের পাশাপাশি এ ছবিটিও দর্শক পছন্দ করবেন।

এ ছবির নির্মাতা ওয়াজেদ আলী সুমন জানান, দুটি গানের দৃশ্যায়ন শেষ হলেই ছবির কাজ শেষ হয়ে যাবে। আগস্টের প্রথম সপ্তাহে ব্যাংকক থেকে ফিরেই এ ছবিটি সেন্সরে জমা দেবার জন্য প্রস্তুতি নিবো আমরা। আমার এ কাজটি দর্শক পছন্দ করবেন বলে আশা করছি। ‘ক্যাপ্টেন খান’ ছবিতে শাকিব-বুবলীর বাইরে মিশা সওদাগর ও সম্রাট অভিনয় করছেন।

এদিকে আগামী মাস থেকে বুবলীর ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ নামে নতুন ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। শাহীন সুমন পরিচালিত এ ছবিটি প্রযোজনা করবে শাপলা মিডিয়া। গত ঈদে মুক্তি পেয়েছিল এই প্রতিষ্ঠানের প্রযোজনায় ও উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবিটি। আর এবারের ঈদে আসছে ‘ক্যাপ্টেন খান’। এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত ও মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলোতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বুবলী।