বরিশালের ১৫টি ভোটকেন্দ্রের ফলাফল স্থগিত: সিইসি

cec km nurul hudaঢাকা: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১৫টি কেন্দ্রের ফলাফল স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। অনিয়মের কারণে রিটার্নিং অফিসারের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হলো। সোমবার (৩০ জুলাই) বিকালে নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা। পরবর্তী সময়ে তদন্ত সাপেক্ষে ফলাফলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

তবে তিন সিটির নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সিইসি। তিনি জানিয়েছেন, রাজশাহীতে ১৩৮টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সিলেটে ১৩৪টি কেন্দ্রের মধ্যে ২টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। বরিশালে ১২৩টি কেন্দ্রের মধ্যে কিছু কেন্দ্রে সকালের দিকে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।

অনিয়ম প্রসঙ্গে সিইসি বলেন, ‘অনিয়ম প্রত্যাশা করি না। তবে অনিয়ম অবশ্যই হয়েছে। যারা নির্বাচন বর্জন করেছেন তারা নির্বাচনকে কীভাবে নিয়েছেন এটা তাদের ব্যাপার। তবে আমি তিন সিটির নির্বাচন নিয়ে সন্তুষ্ট।’

বরিশালে মহিলা মেয়র প্রার্থীর ওপর হামলার বিষয়ে কেএম নূরুল হুদা আরও বলেন, ‘তিনি চাইলে মামলা করতে পারেন। আমরাও তদন্ত করে দেখবো।’

সোমবার সকাল ৮টায় বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। এদিন বিকাল ৪টা পর্যন্ত ভোটাররা বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়েছেন।