আট বছর পর

newsবিনোদন ডেস্ক: বিশিষ্ট অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের নির্দেশনায় ২০১০ সালে সর্বশেষ একটি বিজ্ঞাপনে দেখা গেছে মডেল-অভিনেতা সজলকে। দীর্ঘ আট বছর পর আবারো দুজন একসঙ্গে কাজ করছেন।

আফজাল হোসেনের নির্দেশনায় এবার ‘ছোটকাকু’ সিরিজে অভিনয় করছেন সজল। এরইমধ্যে তিনি শুটিং শেষ করেছেন বলে জানান। এটিতে সজলকে দেখা যাবে একজন ডিওপির চরিত্রে। প্রথমবারের মতো এমন চরিত্রে অভিনয় করছেন তিনি। আফজাল হোসেনের সঙ্গে আবারো একসঙ্গে কাজ করে দারুণ উচ্ছ্বসিত এই অভিনেতা।