বিএনপির ব্যয়ের চেয়ে আয় বেশি

bnp logoডেস্ক রিপোর্ট: নির্বাচন কমিশনে ২০১৭ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। এতে দেখা গেছে, দলটির ব্যয়ের তুলনায় আয় বেশি হয়েছে। দলটির যুগ্ম মহাসচিব এএম মাহাবুব উদ্দিন খোকনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার (৩১ জুলাই) নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দেয়।

বিএনপির দেওয়া হিসাব অনুযায়ী ২০১৭ সালে দলটির আয় হয়েছে ৯ কোটি ৪৬ লাখ ২৪ হাজার ৯০২ টাকা, ব্যয় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩১ হাজার ৯৫৪ টাকা। এই হিসাবে খরচের তুলনায় আয় বেশি হয়েছে ৫ কোটি ২৬ লাখ ৫২ হাজার ৯৪৮ টাকা।

জানা গেছে, গত বছর বিএনপির দাখিল করা ২০১৬ সালের আয়-ব্যয়ের প্রতিবেদন অনুযায়ী, বিএনপির তহবিলে ১৪ লাখ ৪ হাজার ৭৫২ টাকা উদ্বৃত্ত ছিল। দলটি গত বছর আয় দেখিয়েছিল ৪ কোটি ১৩ লাখ ৬৮ হাজার ৭৩ টাকা। আর ব্যয় দেখিয়েছিল ৩ কোটি ৯৯ লাখ ৬৩ হাজার ৭৫২ টাকা।

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান অনুসারে সোমবার (৩০ জুলাই) ছিল রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ দিন। এ দিনে বিএনপি ছাড়াও ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, মুসলিম লীগসহ বেশ কয়েকটি দল তাদের হিসাব ইসিতে জমা দিয়েছে।

আরপিও অনুসারে প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে পূর্ববর্তী পঞ্জিকা বছরের অডিট রিপোর্ট রাজনৈতিক দলগুলোকে ইসিতে জমা দিতে হয়। তবে কেউ চাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে জমা দেওয়ার সময় বাড়াতে পারে।