স্টাফ রিপোর্টার, যশোর: যশোর সদর উপজেলা যুবলীগে কচুয়া ইউনিয়নে ইশারত আলী মোল্যাকে ও শহরের ৯নং ওয়ার্ডে বিল্লাল হোসেনকে আহবায়ক করা হয়েছে। কচুয়া ইউনিয়নে যুগ্ম-আহবায়ক করা হয়েছে ওহিদুল দফাদার ও তরিকুল ইসলাম বিপুলকে।
৯নং ওয়ার্ডে যুগ্ম-আহবায়ক হয়েছে ইব্রাহীম হোসেন ও জুয়েল হোসেনকে।
মঙ্গলবার সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বাসভবনে কচুয়া ইউনিয়নে ও শহরের ৯নং ওয়ার্ডে ২১ সদস্য বিশিষ্ট করে দুইটি কমিটি ঘোষণা করা হয়। শহর যুবলীগের আহবায়ক মাহামুদুল হাসান মিলুর সভাপতিত্বে ও সদর উপজেলা যুবরীগের সদস্য আনিসুর রহমান আনিসের সঞ্চলনায় কমিটি ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মুনির হোসেন টগর, সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন মিঠু, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, ক্রীড়া সম্পাদক নাজমুল হুদা পনি, নির্বাহী সদস্য জাহিদুর রহমান লাবু, সদর উপজেলা যুবলীগের আহবায়ক অশোক কুমার বোস ও যুগ্ম-আহবায়ক মাহাহারুল ইসলাম মাজাহার। এ সময় উপস্থিত ছিলেন শহর যুবলীগের যুগ্ম আহবায়ক সোলায়মান খান রাফেল ও মেহেবুব রহমান ম্যানসেল।