স্টাফ রিপোর্টার, যশোর : ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতির কোটা ৫০ ভাগ উন্নীত করাসহ ৩ দফা আদায়ের লক্ষ্যে যশোরে মানববন্ধন ও প্রতিবাদ সমবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সাথে দাবি বাস্তবায়নে যশোর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ সচিব বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে।
পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস এসোসিয়েশন সমন্বয় পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড-২০১৫ ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ সংশোধনপূর্বক গেজেট প্রকাশ পেশাগত সমস্যা সমাধনে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস এসোসিয়েশন সমন্বয় পরিষদ যশোর জেলা শাখার আহবায়ক এসএম আনোয়ারুল ইসলাম। সঞ্চালনা করেন সমন্বয় পরিষদ যশোর জেলা শাখার সদস্য সচিব রিপন মিয়া।
বক্তব্য রাখেন জেলা আইইডিবির সভাপতি মুক্তিযোদ্ধা আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, পলিটেকনিক শিক্ষক সমিতি যশোর জেলা শাখার সভাপতি রুহুল আমিন, যশোর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. আব্দুল আজিজ, টিটিসির শিক্ষক সিরাজুল ইসলাম, সদর উপজেলা আইইডিবির সভাপতি সৈয়দ আব্দুল মতিন, পিডাব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী এ্যাসোসিয়েশনের সভাপতি তরিকুল ইসলাম, পিজিসিবি ডিপ্লোমা প্রকৌশলী এ্যাসোসিয়েশনের কাজী কবীর আহমেদ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল সহকারে যশোর জেলা প্রশাসকের মাধ্যমে ম প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ সচিব বরাবর স্মারকলিপি পেশ করেন নেতৃবৃন্দ।