মুজিব আদর্শের সৈনিক ওবাকে ভুলবার নয়: এমপি মনির

নিজস্ব প্রতিবেদক: যুবলীগ নেতা ওবাইদুর রহমান ওবার সংগ্রামী আদর্শ ও ত্যাগের কথা স্মরণ করে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, মুজিব আদর্শের সৈনিক ওবাইদুর রহমান ওবা আমাদের প্রেরণা হয়ে থাকবেন। মঙ্গলবার বিকালে ঝিকরগাছার বিএম হাইস্কুল মাঠে মরহুম ওবাইদুর রহমান ওবার স্মরণে ঝিকরগাছা উপজেলা আওয়ামী যুবলীগ আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

mp monirএমপি মনির বলেন, প্রতিটি মৃত্যু দুঃখ দেয়, কষ্ট দেয়, বেদনাদেয় ও কাঁদায়। কিন্তু, যেমৃত্যু আমাদের সর্বক্ষণ কাঁদায় তাঁর দৃষ্টান্ত উপজেলা যুবলীগের প্রয়াত জননেতা ওবাইদুর রহমান ওবা। আমাদের মাঝে তাঁর রাজনৈতিক ত্যাগ ও আদর্শ অনুপ্রেরণা যোগাবে। তিনি বেঁচে থাকবেন অনন্তকাল।

তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, ওবাইদুর রহমান ওবা আর কখনো রাজপথ কাঁপানো সেই গগন বিদারী স্লোগান ‘শেখ হাসিনা ভয় নাই-রাজপথ ছাড়ি নাই’ আর দিবে না। তিনি বৃষ্টিবিঘিœত দূর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মীর শোকসভায় উপস্থিত হওয়ায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জেলা যুবলীগের সহ-সভাপতি ও ঝিকরগাছা উপজেলা যুবলীগের সদস্য আজহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মরহুম ওবাইদুর রহমান ওবার মেজো ভাই ডাক্তার মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, পৌরমেয়র ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আনোয়ার পাশা জামাল, চৌধুরী রমজান শরীফ বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শাহিন উল কবির, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল কাদের আজাদ, জেলা যুব মহিলালীগ সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, শঙ্ককরপুর ইউনিয়ন আওয়ামীলীগে সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম, গঙ্গান্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরউদ্দীন বিল্টু, অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আযাহার হোসেন স্বপন, বিশেষ আলোচক ছিলেন, সাংগঠনিক সম্পাদক মঈনউদ্দীন মিঠু, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইলিয়াস হোসেন, উপজেলা যুবলীগ সদস্য তাজউদ্দীন আহম্মেদ তাজ, পৌর যুবলীগের আহ্বয়ক একরামুল হক খোকন।

উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইলিয়াছ মাহমুদের সঞ্চালনায় শোকসভায় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবীর, জেলা পরিষদ সদস্য ইকবল আহম্মেদ রবি, শাহানা আক্তার, যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক ও যশোর পৌর কাউন্সিলর রোকেয়া পারভীন ডলি, সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর নাছিমা আক্তার জলি, যশোর সদর উপজেলা যুব মহিলা লীগের আহ্বয়াক মাছুরা খাতুন হাসি, যুগ্ম আহ্বয়াক ছাদিয়া মৌরিন, ঝিকরগাছা উপজেলা যুবলীগ সদস্য সাদ আমিন রনি, জাহাঙ্গীর আলম, মনিরুজ্জামন মিশর, চৌগাছা যুবলীগ সদস্য মোমিনুর রহমান, খালেদুর রহমান টিটু, হারুনুর রশিদ, হাসেম আলী, মনিরুজ্জামান মিলনসহ উপজেলা বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, উপজেলা আওয়ামী যুবলীগের নবগঠিত আহ্বয়ক কমিটির আহ্বয়ক ওবাইদুর রহমান ওবা গত ২৯ জুন আকস্মিক মৃত্যুবরণ করেন।