ঝিকরগাছায় তিনদিনব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্ঠি দেবে নতুন মাত্রা’ এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় তিনদিনব্যাপী ফলদ বৃক্ষমেলা ও বৃক্ষরোপন অভিযান উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এই বৃক্ষমেলা ও বৃক্ষরোপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত, উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা জাসদের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহামুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ, ঝিকরগাছা থানার দায়িত্বপ্রাপ্ত এসআই নজরুল ইসলাম, কৃষি অফিসার দিপঙ্কর শাহ, সমাজ সেবা অফিসার রণজিৎ কুমার, শিশু ও পরিবার পরিকল্পনা অফিসার আব্দুল কাদের, ঝিকরগাছা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার দত্ত, উপজেলা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান জয়ন্ত কুমার বিশ্বাস, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।