ডেস্ক রিপোর্ট: রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের মামলায় বাস মালিক মো. শাহাদাৎ হোসেনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট জোনাল টিমের ডিবি পুলিশের পরিদর্শক কাজী শরিফুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিনের আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার শাহাদাৎ হোসেনকে গ্রেপ্তার করে র্যাব।
মামলাটিতে ওই গাড়ির চালক মো. মাসুম বিল্লাহ সাত দিনের রিমান্ডে রয়েছেন। এ ছাড়া এ মামলায় গ্রেপ্তার মো. এনায়েত হোসেন, মো. সোহাগ আলী, মো. রিপন হোসেন এবং মো. জোবায়ের কারাগারে রয়েছেন। আগামী ৬ আগস্ট এদের রিমান্ড শুনানির তারিখ ধার্য রয়েছে।
গত ২৯ জুলাই জাবালে নূর পরিবহনের ঢাকা মেট্টো-১১-৯২৯৭ নম্বরের বাসের চাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম নিহত হন।
এ ছাড়া এইচএসসি প্রথম বর্ষের ছাত্র সোহেল রানা, দ্বিতীয় বর্ষের ছাত্র ইমরান চৌধুরী, মেহেদী হাসান জিসান, রাহাত, সজিব, জয়ন্তি, প্রথম বর্ষের ছাত্রী রুবাইয়া, এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী তৃপ্তাসহ আরো কয়েকজন আহত হন। তারা সিএমএইচ হাসাপতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওই ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় নিহত মিমের বাবা জাহাঙ্গীর আলম মামলা দায়ের করেন।