স্টাফ রিপোর্টার, যশোর: যশোর সদর উপজেলা ও শহর যুবলীগের আয়োজনে আগষ্ট মাসের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বাসভবনে এক প্রস্তুতি সভায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সদর উপজেলা যুবলীগের আহবায়ক অশোক কুমার বোসের সভপতিত্বে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে সদরের ১৫ টি ইউনিয়নে ও শহরের ৯টি ওয়ার্ডে শহীদদের স্মরণে দোয়া মাহফিল আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। ৫ আগষ্ট শেখ কামালের ও ৮ আগষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুননেসা মুজিবের জন্মদিন উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা করা হবে। ২১ আগষ্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে দোয় ও আলোচনা করা হবে। এছাড়া জেলা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে সদর উপজেলা ও শহর যুবলীগ অংশ নেবে।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন মিঠু, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, ক্রীড়া সম্পাদক নাজমুল হুদা পনি, তথ্য সম্পাদক শুভল রায়, নির্বাহী সদস্য জাহিদুর রহমান লাবু, শহরের আহবায়ক মাহামুদুল হাসান মিলু, সদরের যুগ্ম-আহবায়ক মাজাহারুল মাজহার প্রমুখ।