বিনোদন ডেস্ক: বর্তমানে বলিউডের নায়ক-নায়িকাদের মধ্যে সম্পর্ক নিয়ে লুকোচুরি করার ব্যাপারটা নেই। বরং সব বিষয়ে খোলামেলা তারা। কিন্তু ইদানিং আলিয়া ভাট ও রণবীর কাপুরের প্রেমে মশগুল বলিউড পাড়া। কখনও রণবীর, আবার কখনও ঋষি কাপুর মন্তব্যের জেরে রহস্য বেড়েই চলেছে তাদের প্রেমের কাহিনীর।
তবে আলিয়া এবার সোশ্যাল মিডিয়ায় যা পোস্ট করলেন, তাতেই আর কোন সন্দেহ রইলো না। বলা যায়, সেই পোস্টে নিজের প্রেমের কথা স্বীকার করলেন আলিয়া ভাট। জনসমক্ষে আনলেন রণবীরের নাম। আসলে রণবীররে স্বপ্নে দেখা রাজকন্যার মতই সোশ্যাল মিডিয়ায় ছবি দিলেন আলিয়া। সুন্দরী আলিয়া রণবীরের তৈরি ফ্রেমে একেবারে ঝলমলিয়ে উঠলেন। তাই তো ক্যামেরার পিছনে থাকা রণবীররে নাম আলিয়া লিখে দিলেন তার ইনস্টাগ্রামে।
দীপিকা-ক্যাটরিনার পর এবার আলিয়ার সঙ্গে নাম জড়িয়েছে রণবীর কাপুরের। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ সেট থেকে শুরু হয়েছে এই গুঞ্জন। কিছুদিন আগে অবশ্য এই জল্পনায় তর্কা দিলেছিলেন খোদ আলিয়া। জানিয়েছিলেন, ‘প্রেম নয়! তিনি রণবীরকে বিয়ে করতে চান।’