চৌগাছায় পোস্ট ই-সেন্টার উদ্যোক্তাদের কমিটি গঠন

চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় পোস্ট-ই সেন্টার জাতীয় উদ্যোক্তা ফোরামের চৌগাছা শাখা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকাল ৫টায় চৌগাছা পোস্ট অফিসে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

চৌগাছা পোস্ট অফিস পোস্ট ই-সেন্টারের উদ্যোক্তা রাজেন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এসএ সুমন। বিশেষ অতিথি ছিলেন পোস্ট অপারেটর সিরাজুল ইসলাম। বক্তৃতা করেন জগদিশপুর উদ্যোক্তা তৌকিকুর রহমান তপু, বাথানগাছির উদ্যোক্তা শরিফ ইসলাম, মাড়–য়ার আনিসুর রহমান, স্বরুপদাহের সালমা খাতুন, সিংহঝুলির মিজানুর রহমান, হাকিমপুরের আলাচী রহমান, পাতিবিলার জুয়েল রানা।

অনুষ্ঠানে কন্ঠভোটের মাধ্যমে রাজেন মাহমুদকে সভাপতি, শরিফ হোসেনকে সাধারণ সম্পাদক ও তৌকিকুর রহমান তপুকে সাংগনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।