বিনোদন ডেস্ক: বিতর্কের জবাব দিলেন শাহরুখ কন্যা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে বিতর্কে চুপ থাকতে পারলেন না। চলতি মাসেই ‘ভোগ’ ম্যাগাজিনের কভার গার্ল হয়েছেন সুহানা। আর তারপরই ফের সোশ্যাল মিডিয়ার তোপের মুখে পড়তে হয় তাকে।
কেউ কেউ মনে করছেন শাহরুখের মেয়ে বলেই ‘ভোগ’ ম্যাগাজিনের কভার গার্ল হওয়ার সুযোগ পেয়েছেন সুহানা। নিজের যোগ্যতা নয়, বাবার যোগ্যতাই সুহানা তারকা হয়ে উঠেছেন হয়েছেন। এতে সুহানার নিজের কোনও কৃতিত্ব নেই।
এই বিষয়ে সুহানা বলেন, ‘বাড়িতে তো সব ঠিকই থাকে।আসল চ্যালেঞ্জটা বাইরের। লোকে মনে করে তারা যে কোনও বিষয় নিয়েই কথা বলতে পারে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়। কোনও কোনও সময় মাত্রা ছাড়িয়েও কথা বলে। এটা মেনে নেয়া খুব কঠিন।’
সুহানা বলেন, আমার ছবি লিক হয়ে গিয়েছিল। তারপর লোকে সেটা নিয়ে কথা বলতে শুরু করে। অনেকে আমাকে না চিনেই আমাকে নিয়ে কথা বলছেন। তারা কী বলছেন নিজেরাও জানে না।