স্টাফ রিপোর্টার, যশোর: যশোরে চার গরু ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা ছিনতাই করেছে দৃর্বৃত্তরা। শনিবার সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
চার গরু ব্যবসায়ী হলেন, নড়াইলের নড়াগাতি থানার জয়নগর গ্রামের আফসার আলীর ছেলে নিজাম মোল্লা, নিজাম মোল্লার ছেলে আব্দুল্লাহ, এই গ্রামের আলী মিয়ার ছেলে আরিফুল ইসলাম ও সিদ্দিক মোল্লার ছেলে ওসমান গণি।
গরু ব্যবসায়ীরা জানায়, সকালে তারা গরু কেনার জন্য বাড়ি থেকে (নড়াইলের নড়াগাতি) যশোরের শার্শার বাঁগআচড়া বাজারে যাওয়ার জন্য রওনা হয়। যশোর মণিহার বাসস্ট্যান্ডে পৌছে তারা নতুন বাস টার্মিনালে যায়। সেখানে হারুন নামে এক প্রতারক নিজেকে ড্রাইভার পরিচয় দিয়ে বাঁগআচড়া পৌছে দেবার কথা বলে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসে। সেখানে আরো এক প্রতারক ওই গরু ব্যবসায়ীদের কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা নিয়ে নেয়।
এরপর ওই প্রতারক জানায়, আপনাদের অনেক টাকা স্লিপ আনতে হবে। এরপর সে হাসপাতালের তত্তাবধায়কের কার্যালয়ে যায়। এরই মধ্যে ড্রাইভার পরিচয় দানকারী হারুন সটকে পড়ে। সেখান থেকে পালিয়ে যায় ওই প্রতারক। গরু ব্যবসায়ীরা নয়া ছিনতাইয়ের শিকার হয়েছে বুঝতে পেরে যশোর কোতয়ালি থানায় যায়। সেখানে বিষয়টি পুলিশকে অবহিত করে।
এ ব্যাপারে যশোর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান জানান, প্রতারক ছিনতাইকারীদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে। আমরা যে কোন সময় তাদেরকে গ্রেফতার করতে পারবো।