যশোরের চৌগাছায় জাসদের দলীয় কার্যালয়ের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, যশোর: যশোরের চৌগাছা উপজেলায় জাসদের দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

শনিবার জাসদের কেন্দ্রীয় কার্যকারি সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট রবিউল আলম প্রধান অতিথি হিসেবে কার্যালয়ের উদ্বোধন করেন।

চৌগাছা উপজেলা চারু ও কারু শিল্পী আতিয়ার রহমানের সভাপতিত্বে জেলা জাসদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়, সহ-সভাপতি রশিদুর রহমান রশিদ, জাসদ নেতা আবুল কাশেম, আহসান উল্লাহ ময়না, শরীফ আহমেদ বাপী, সোহেল আহমেদ, মশিয়ার রহমান, রবিউল ইসলাম, আলমগীর মতিন চৌধুরী ও অধ্যক্ষ শিহাব উদ্দিন।

এতে আতিয়ার রহমানকে সভাপতি ও আলমগীর সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট একটি উপজেলা কমিটি গঠন করা হয়।