বিল্লাল হোসেন, রাজগঞ্জ: যশোর জেলা ওয়ার্কাস পার্টির নেতা কমরেড হাফিজুর রহমান দুলুর স্বরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে৷
শনিবার বিকালে রাজগঞ্জ মিলনায়তন সভা কক্ষে নাগরিক শোকসভা কমিটির আয়োজনে নাগরিক কমিটির আহবায়ক যশোর জেলা শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান কাবুলের সভাপতিত্বে ও টিএনটি কর্মকর্তা আব্দুল মাজিদের পরিচালনায় বক্তব্য রাখেন- যশোর-৫ মণিরামপুর আসনের সংসদ সদস্য স্বপন ভট্রাচার্য্য, প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব রহমতুল্যাহ, নাগরিক কমিটির সদস্য সচিব রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, যশোর জেলা ওয়ার্কাস পার্টির সাধারন সম্পাদক জিল্লুর রহমান ভিটু, যশোর সদর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মাদ আলী স্বপন, কেশোবপুর শাখার কপোতাক্ষ বাচাঁও আন্দোলনের নেতা এড. আবু বক্কর ছিদ্দিক, শ্রমিক ফেডারেশনের নেতা তালুকদার ইউচুপ, যশোর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক তোহিদুর রহমান, সরোয়ার রহমান প্রাক্তন সহকারী অধ্যাপক আলহাজ্ব কফিল উদ্দিন আহমেদ মরহুমের সহধর্মিনী নাজনীন আক্তার, ছাত্রনেতা শ্যামল শর্মা, যুবনেতা মন্জুরুল ইসলাম প্রমুখ৷
এসময় বক্তারা বলেন, হাফিজুর রহমান দুলু নামেই সমাধিক পরিচিত, সদা প্রফুল্ল সদালাপী ও বিনয়ী৷ সমাজ পরিবর্তনের ছিলো সাহসী যোদ্ধা,মানুষের জীবনের দুঃখ-দুর্দশা তাকে সবসময় আন্দোলিত করত দল-বল নির্বিশেষে মানুষের দিপদে-আপদে তিনি ছুটে যেতেন, পাশে দাঁড়াতেন৷ এটা ছিল তার সহজাত প্রবৃত্তি৷ হাসপাতালে ভর্তি, রুগীর সাহায্য, পারিবারিক বিবাদ-বিসাম্বাদ-সব ক্ষেত্রেই তিনি সমাধানের উদ্যোগ নিতেন৷ তিনি ছিলেন একজন সমাজ বিপ্লবী৷ তার সমস্ত কর্মকান্ড ছিল শোষন-বঞ্চনাহীন, সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বিপ্লবী সংগ্রামে নিবেদিত৷
দুলু মণিরামপুর উপজেলার রাজগঞ্জের রামনাথপুর গ্রামের মৃত্য অহেদ আলী মোড়লের ছেলে৷ তিনি বাংলাদেশ ওয়ার্কাস পার্টির যশোর জেলার শাখার সদস্য, ওয়ার্কাস পার্টির মণিরামপুর থানা শাখার সাধারন সম্পাদক,
বঙ্গবন্ধু সাহিত্য পরিষদ রাজগঞ্জ শাখার সাধারন সম্পাদক, কপোতাক্ষ বাচাও আন্দোলোনের অন্যতম সংগঠক, বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতি(রেজিঃ নং-২২৭)এর সদস্য৷ যশোর সিমান্ত পরিবহনের রাজগঞ্জ, খেদাপাড়া, চাকলা, ত্রিমহিনী, কেন্দ্রের চীপ স্টাট্রারের প্রধান ও রামনাথপুর সরকারী প্রাথামিক বিদ্যালয়ের সভাপতি ছিলেন৷
এছাড়া তিনি দীর্ঘজীবন যশোর, খুলনা ও ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকায় সাংবাদিকতা করেছেন।
উল্লেখ্য,গত ৮ জুলাই রোববার রাত সাড়ে দশটার দিকে হঠাৎ স্ট্রোক করলে স্বজনরা দুলুকে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎস্বাধীন অবস্থায় রাত ১টার দিকে রাত মৃত্যু হয়৷