ছাত্র আন্দোলন: ফেসবুকে প্রচারণা, রাজধানীতে গ্রেফতার ৩

নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের আন্দোলন নিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে গুজবের প্রচারণা চালানোর অভিযোগে রাজধানীতে তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন- মাহবুবুর রহমান আরমান (৩০), আলমগীর হোসেইন (২৭) ও সাইদুল ইসলাম (৩১)।

রোববার রাত ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে মোবাইল, ল্যাপটপ, মেমরি চিপসহ ফেসবুক আইডি ও গ্রুপগুলো জব্দ করা হয়।

রমনা থানার সাইবার আইনে করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। গুজব প্রচারের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তাদের সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়েছে।

পুলিশ জানায়, মাহবুবুর রহমান আরমান নিজেকে সাইবার বিশ্লেষক (অ্যানালিস্ট) বলে পরিচয় দেন। এ ছাড়া তিনি সাইবার সেবা প্রদানের জন্য Fight for Survivors Right – FSR নামে একটি গ্রুপ খোলেন। এ দুটি থেকে তিনি অপপ্রচার ও গুজব রটান বলে অভিযোগ পুলিশের।

এদিকে সাইদুল ইসলাম ও আলমগীর হোসেন সহিংসতার পক্ষে গুজব রটনা করেন বলে দাবি পুলিশের।

তদন্তের বরাতে পুলিশ জানায়, এ দুজন ফেসবুক লাইভ ও পোস্টসহ নানান কন্টেন্ট শেয়ার করে আন্দোলনকে সহিংস করতে ভূমিকা রাখেন।