বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবকরীগের উদ্যোগে প্রস্তুতি মূলক সভা গতকাল সন্ধায় অনুষ্ঠিত হয়েছে। ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সামছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম। এসময় আরো বক্তব্য রাখেন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম খোকন,উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বাপ্পী, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শামীম রেজা, যুবলীগ নেতা আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা লাফি হোসেন, রিপন হোসেন, জাহিদুল ইসলাম,কুতুম জিয়া, কৌশিক হোসেন, বাবু সরদার, বিপ্লব হোসেন, আবু কালাম প্রমূখ। উল্লেখ, আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন ও ৩০ আগষ্ট বৃক্ষরোপন কর্মসূচির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।