গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলেছেন মোহামেদ সালাহ, ভিডিও ভাইরাল

লিভারপুল স্ট্রাইকার মোহাম্মদ সালাহ গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করেছেন বলে একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ভিডিও দেখার পরই তা পুলিশকে জানানো হয়েছে।

একটি টুইটবার্তায় মার্সেইসাইড পুলিশ নিশ্চিত করছে যে, ওই ভিডিওটি সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে।

লিভারপুল ক্লাবের একজন মুখপাত্র বলেন, খেলোয়াড়ের সঙ্গে আলাপ-আলোচনার পরই তারা ভিডিওটির বিষয়ে পুলিশকে সতর্ক করেছেন। তিনি জানিয়েছেন, এ বিষয়ে পরবর্তী যে কোনো পদক্ষেপ হবে ক্লাবের অভ্যন্তরীণ বিষয়।-খবর বিবিসি বাংলার।

টুইটারে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, মিসরীয় ফুটবল খেলোয়াড় মোহামেদ সালাহ, যিনি লিভারপুলের হয়ে গত মৌসুমে ৪৪ গোল করেছেন, চালকের আসনে বসে মোবাইল ফোন ব্যবহার করছেন। এ সময় তার গাড়িটি ভক্তরা ঘিরে ধরেছিলেন, যাদের মধ্যে শিশুও ছিল।

লিভারপুল মুখপাত্র বলছেন, খেলোয়াড়ের সঙ্গে আলাপের পর মার্সেইসাইড পুলিশ কর্তৃপক্ষকে ভিডিওটির বিষয়ে জানানো হয়েছে এবং কি পরিস্থিতিতে সেটি ধারণ করা হয়েছিল, তাও বলা হয়েছে।

তিনি বলেন, আমরা খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে পরবর্তী যে কোনো পদক্ষেপ অভ্যন্তরীণভাবে নেয়া হবে। এ বিষয়ে ক্লাব বা খেলোয়াড়ের পক্ষ থেকে আর কোনো মন্তব্য করা হবে না।